১৪ বছরের কিশোরীকে দল বেঁধে ধর্ষণ।

0
25

 

নিজস্ব প্রতিবেদক।

ঝিনাইদহ সদর উপজেলায় মগরখালি এলাকায় ,১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।এবং ওই কিশোরীর পরিবারের উপর এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় কিশোরীর ভগ্নিপতি,চার জনের নাম উল্লেখ করে বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানায়,একটি ধর্ষন ও চাঁদাবাজির মামলা দায়ের করেন।

এ ব্যাপারে;সদর থানার ওসি মোহাম্মদ মঈনউদ্দিন মামলার নথি এর বরাত দিয়ে  “বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর “কে জানান,মঙ্গলবার রাতে মোগরখালী এলাকায় ১৪ বছরের এক কিশোরীর ঘরে ৪-৫ জন লোক ঢুকে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।এবং কিশোরীর পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।তবে(ওসি)এর কাছে থেকে আসামিদের নাম জানতে চাইলে, সে নাম বলতে অনিচ্ছা প্রকাশ করে।

তিনি বলেন এই ঘটনায় খবর পেয়ে,পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগ যাচাই করে কিশোরীকে ঝিনাইদা সদর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য  পাঠানো হয়েছে।

এই ঘটনায় পরিদর্শক (ওসি) মঈনুদ্দীন আরো বলেন, আসামিরা এখনও গ্রেফতার হয়নি তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here