হোম কোয়ারেনটাইনে থাকা অবস্থায় মানিকগঞ্জে এক জনের মৃত্যু।।

0
22

মোঃশফিকুল ইসলাম,

মানিকগঞ্জ প্রতিনিধি।।

ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রামে হোম কোয়ারেনটাইনে থাকা অবস্থায় সর্দি- জ্বরে একজনের মৃত্যু।তবে এর পরই (২৫ই মার্চ) বিকেলে ঐ এলাকাটি লক ডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার জানান, নিহত ওই ব্যক্তি জ্বর-কাশিতে মারা গেছেন। তবে ওই গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা ও করোনা বিস্তার রোধে নিহতের পরিবারসহ ছয়টি পরিবারের ২৬ জন সদস্য কে হোম কোয়ারাইনটানে থাকতে বলা হয়েছে। এবং গ্রামটিকে লকডাউন করা হয়েছে।তিনি বলেন, নিহত ব্যক্তির সঙ্গে করোনাভাইরাসের উপসর্গের মিল থাকায় এই সিদ্ধান্তগ্রহণ করা হয়।
আইরিন আক্তার আরও জানান, প্রশাসনকে না জানিয়ে খুব ভোরেই নিহত ব্যক্তির মরদেহ দাফনের কাজ সম্পন্ন করে তার পরিবার। খবর পেয়ে নিহতের বাড়িতে যায় উপজেলা প্রশাসন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ওই ব্যক্তি ঢাকার বাসায় জ্বর, কাশি নিয়ে গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা গেছেন।

 

নিহতের ভাই জানান,নিহত ওই ব্যক্তি ঢাকার মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে ক্যাশিয়ার পদে চাকরি করতেন। সপ্তাহখানেক আগে তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হন। হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। এরপর থেকে তিনি বাসাতেই ছিলেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান। ভোর ৪টার দিকে মরদেহ বাইলজুরি গ্রামে এনে জানাজা শেষে দাফন করা হয়।
এসময় শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, লকডাউন ঘোষণার পর পুরো এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে ৬টি বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। এছাড়াও পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here