হানিফ পরিবহন ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ।

0
8

সোহান আহমেদ সানাউল

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (২২ এপ্রিল) সকালে সাড়ে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা বাসষ্ট্যান্ড ফ্লাইওভারের নিচে এঘটনা ঘটে। ঘটনায় প্রাইভেটকার চালকের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

এ ব‍্যাপারে ধামরাই ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইর জয়পুরা বাসষ্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপরে উল্টে যায় আর প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়। এসময় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারে থাকা অর্ধশতাধিক যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন,খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।