হাজী সৈয়দ খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
16

 

নিজস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়ায় হাজী সৈয়দ খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকায় হাজী সৈয়দ খান মডেল স্কুল প্রাঙ্গণে এ ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী সৈয়দ খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের ১নং যুগ্ন সম্পাদক মো.শাহাদাত হোসেন খাঁন।

শাহাদাত হোসেন খাঁন বলেন, আমি এই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত সদস্যসহ সমাজের দুস্থ, গরিব, অসহায়দের উন্নয়নে সার্বিক সহযোগিতা করে আসছি। এতে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের দরিদ্র মুক্ত দেশ গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশে পরিনত হবে। এই প্রতিষ্ঠান লাভবান হওয়ার জন্য করেনি শুধু মাত্র সমাজ ও সমাজের হতদরিদ্রদের উন্নয়ন করার জন্য এই প্রতিষ্ঠিত করেছি। আগামী বুধবার বিকেলে ৫শত গরীব দুস্থদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এই উপহার পাওয়ার মাধ্যমে তারা ভালো ভাবে ঈদ উৎযাপন করতে পারে।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের সন্মানিত সদস্য এবং গাজিরচট এ এম উচ্চবিদ্যালয় ও কলেজের সভাপতি এনামুল হক মুন্সী, আশুলিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম লিটন, সিনিয়র সহ-সভাপতি যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠু, আশুলিয়া থানা আওয়ামী লীগের সন্মানীত সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী মো.সিরাজ দেওয়ান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য মো.রহম আলী, গাজিরচট এ এম উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক খন্দকার মোজাফ্ফর হোসেন, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ধামসোনা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সদস্য মঈনুল হোসেন ভুইয়া।

আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ হারুন ভান্ডারী, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো.আফছার মুন্সী, জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো.নুর উদ্দিন পাটোয়ারী, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শিকদার, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলী খান পাপ্পুসহ অত্র স্কুল মাদ্রাসার ছাত্রবৃন্দ ও উক্ত এলাকার সকল শ্রেনী পেশার মানুষ।