স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন বেনজীর আহমেদ এমপি।

0
15

 

মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি” স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি। গত মঙ্গলবার (৩০ আগস্ট) সংসদে এই সংসদীয় কমিটির পুনর্গঠনের প্রস্তাব করেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে সংসদ সেটি অনুমোদন করে। এই কমিটির সভাপতি ছিলেন সদ্য ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত শামসুল হক টুকু। তিনি ডেপুটি স্পিকার হওয়ায় এই পদে পরিবর্তন এলো। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমেদ প্রথম সংসদে আসেন নবম জাতীয় সংসদে। পরে একাদশ সংসদে তিনি আবার আইনসভায় আসেন।এছাড়া মঙ্গলবার ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে কার্যউপদেষ্টা কমিটির সদস্য, লাইব্রেরি কমিটির সভাপতি, পিটিশন কমিটির সদস্য, কার্যপ্রণালী বিধি সম্পর্কিত কমিটির সদস্য, বিশেষ অধিকার কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়।