নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা’ সোমবারের সমাবেশের দিন পিছিয়ে দিয়েছে সংগঠনটি। সোমবার যে সমাবেশ করার কথা ছিলো তা সেটি বর্তমান সিদ্ধান্ত অনুয়ায়ী বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে।
রোববার (২৩ জুলাই )এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগ নতুন সূচির কথা জানায়।এমনকি পরিবর্তন হয়েছে ভেন্যু,।পূর্বে রাজধানীর শেরেবাংলা নগরের প্রাক্তন বানিজ্য মেলার মাঠে সমাবেশের কথা থাকলেও সেটা পরিবর্তন হয়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ পশ্চিম গেটে হওয়ার কথা রয়েছে।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।দুপুর ২ ঘটিকায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
দেশব্যাপী ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ করছে যুবলীগ। এরই ধারাবাহিকতায় ঢাকা বিভাগীয় সমাবেশ বৃহস্পতিবার হবে বলে গত ২০ জুলাই জানিয়েছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি।
তবে একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩ সংগঠনের যৌথ আয়োজিত “দেশ বাচাতে তারুণ্যের সমাবেশ “র ঘোষণা দিয়েছে দলটির মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২২ জুলাই ) এক দফা দাবীতে ‘সরকার পতনে’ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচির ঘোষণা দেন।