সেলিম প্রধানের ফের পুলিশের জিঞ্জাসাবাদ।

0
44

 

নিজস্ব প্রতিবেদক।

 

 

অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূল হোতা সেলিম প্রধান কে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য অনুমতি দিয়েছে আদালত।

 

ঢাকা জজ কোর্টের পেশকার ওয়াজ আহমেদ এর কাছ থেকে জানা যায়।ঢাকার জ্যৈষ্ঠ বিশেষ জজ আদালতে বুধবার বিচারপতি কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।

 

 

গত ২৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকার ১ নম্বর সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান একটি  মামলাটি দায়ের করেন। এই মামলার এজাহারে সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লক্ষ ৯৫  হাজার ৭৫৪ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত অবৈধ  সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, সেলিম প্রধান তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে একাধিক প্লট, বাড়ি ও ফ্ল্যাট অর্জন করাসহ দেশে-বিদেশে নামে-বেনামে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে গোপন সূত্রে জানা গেছে।

 

ঢাকার বিভিন্ন ক্লাবে ক্যাসিনো বিরোধী অভিযানের পর ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব।

 

পরে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও  সাথী ল্যাপটপ দুটি হরিণের চামড়া সহ বিভিন্ন দেশের বিপুল পরিমাণ মুদ্রা জব্দ করা হয়।পরে ওই দিনই সেলিমকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

 

পরে গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রাপাচার প্রতিরোধ আইনে দুটি মামলা হয়।

 

এছাড়াও পি ২৪ গেইমিং নামের একটি কোম্পানি খুলে অনলাইনে ক্যাসিনোর ব্যবসা চালিয়ে আসছিলেন সেলিম প্রধান। একটি ‘গেইটওয়ের’ মাধ্যমে এক মাসে তার একটি ব্যাংক হিসাবে নয় কোটি টাকা জমা হওয়ার তথ্য পেয়েছে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here