মাসুদ রেজা,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ২০০(দুই শত) ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (১ আগষ্ট ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম সিরাজগঞ্জে ২০০ ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এই নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, ইমাম সমিতি সভাপতি মওলানা আবু বক্কর সিদ্দিক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।