মাসুদ রেজা,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ টি এম্পল সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে রবিবার (১৮ জুলাই) জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা পৃথক ০১টি অভিযানে এসআই মোঃ আরিফুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রাত্রি সাড়ে ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন মালসাপাড়া হতে
৫০ টি এম্পলসহ মোঃ মনজুর আলম শেখ (৩০) নামে ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মনজুর আলম শেখ (৩০), পিতা- মোঃ ইউনুস আলী শেখ, গ্রাম- সরাইচন্ডী, থানা ও জেলা- সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।