সিরাজগঞ্জে ট্রাক চাপায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

0
15
মাসুদ রেজা,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নলকা ব্রিজের পশ্চিম পাশে  ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোছাঃ রাবেয়া (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে নওগাঁ জেলার মান্দা থানার কাঞ্চপুর গ্রামের মোস্তফা কামালের স্ত্রী।
সোমবার  (১৯ জুলাই) বেলা সাড়ে ১০ টায়
নলকা ব্রিজের পশ্চিম পাশ সংলগ্ন এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা যায় , মোটরসাইকেলে করে  মোস্তফা কামাল ও তার স্ত্রী রাবেয়াকে ঢাকা থেকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন।  যাওয়ার সময় নলকা ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  বাধে।এতে ঘটনাস্থলেই চালক মোস্তাফা কামালের স্ত্রী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  মৃত্যুবরন করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখে। এঘটনায় নিহতের স্বামীও আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here