মাসুদ রেজা,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাধীন হরিনাথপুর গ্রাম থেকে রুবেল খান (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রুবেল খান ওই গ্রামের নুর ইসলামের পুত্র।
নিহতের স্বজনেরা জানান, রুবেল এসএসসি পাশ করার পর কলেজে ভর্তি হয়ে ঢাকায় গার্মেন্টেসে কাজ করতেন । করোনার কারণে ঢাকা থেকে গ্রামে ফিরে আসে রুবেল। গ্রামে এসে কোন কাজ কর্ম না থাকায় বেকার হয়ে যায় সে। বেশ কিছু দিন হয় পরিচিত ও নিকট আত্মীয়দের কাছ থেকে ধার কর্য করে চলতে থাকেন। ঈদের আগে তারা টাকার জন্য চাপ দিলে এসব ঋণ পরিশোধের জন্য রুবেল বাবা-মার কাছে টাকা চান ।বাবা মা
টাকা দিতে আপত্তি করায় অভিমান করে শুক্রবার (২৩ জুলাই) গভীর রাতে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুবেল।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, এসএসসি পাশ করে কলেজে ভর্তি হওয়ার পর ঢাকায় গার্মেন্টেসে কাজ করতেন রুবেল। করোনা ভাইরাসের কারণে ঢাকা থেকে গ্রামে ফিরে আসেন তিনি। গ্রামে এসে বেকার অবস্থায় চলতে থাকেন। এক পর্যায়ে কয়েকজনের কাছে কিছু টাকাও ধার নেন। ঈদের মধ্যে এসব ঋণ পরিশোধের জন্য বাবা-মার কাছে টাকা চান রুবেল। টাকা দিতে অস্বীকার করায় অভিমানে শুক্রবার (২৩ জুলাই) গভীর রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে শনিবার দুপুরের দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।