সিংগাইর সরকারি কলেজ মিলনায়তনে ইয়ুথ গ্রীণ ক্লাবের মত বিনিময় সভা।।

0
11

মোঃনজরুল ইসলাম 

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

সবুজে বাস করি,সবুজকে ভালোবাসি,সবুজায়িত পৃথিবী গড়ি” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ বাদী সেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ গ্রীণ ক্লাব মানিকগঞ্জ।মানিকগঞ্জ জেলার সদর ,ঘিওর,হরিরামপুর ও সিংগাইর উপজেলাসহ জেলার প্রত্যন্ত গ্রাম ও শহর অঞ্চলে একদল উদ্যমী পরিবেশবাদী সেচ্ছাসেবী যুব টিম গঠনের লক্ষ্যে বেসরকারি সংগঠন বারসিক এর পৃষ্ঠপোষকতায় গ্রীণ ক্লাবের ব্যানারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

তারই ধারাবাহিকতয় আজ মানিকগঞ্জ সিংগাইর অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিংগাইর সরকারি কলেজ মিলনায়তনে এক দল উদ্দমী ও সেচ্ছাসেবী তরুণদের সাথে পরিবেশ প্রতিবেশ জলবায়ু পরিবর্তনজনিত ঝুকি মোকাবেলা,জেন্ডার সমতা,নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ নারী নির্যাতনসহ সামাজিক সহিংসতা প্রতিরোধে যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

মতবিনিময় সভায় সাংস্কৃতিক কর্মী ও শিক্ষক মো.সাইফ সুজন এর সভাপতিত্ত্বে ধারনাপত্র পাঠ করেন বারসকি প্রোগ্রাম অফিসার মো.নজরুল ইসলাম এবং সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ ও ইয়ুথ গ্রীণ ক্লাবের উপদেষ্টা প্রফেসর মো.নুরুদ্দিন এর নির্দেশনামূলক বক্তব্যের পর উপরোক্ত বিষয়ের উপর উন্মুক্ত আলোচনা তর্ক ও বিতর্কও হয়। তারপর সিদ্ধান্ত হয় এই সকল সমস্যা সমাধানে একটি শক্তিশালী পরিবেশবাদী সংগঠন করা খুবই জুরুরী।

ইয়ুথ গ্রীণ ক্লাব ঐ সকল সমস্যা সমাধানে নিয়ামকের ভূমিকা পালন করবে এবং উদ্দমী সেচ্ছাসেবী যুবকরা সমাজে সামাজিক ন্যায্যতার আন্দোলনে তথা বহুত্ববাদী নারীবান্ধব সাংস্কৃতিক সমাজ বিনির্মানে অনুঘটক হিসেবে কাজ করবে। মতবিনিময় সভা শেষে ইয়ুথ গ্রীণ ক্লাবের সিংগাইর উপজেলার আহবায়ক কমিটির মধ্যে শাকিল আহমেদ সনেটকে আহবায়ক ও রাফিজ আহমেদকে সদস্য সচিব এবং মো.তায়েম মিয়া,শরিফুল ইসলাম, লাদেন মিয়া, রবিন আহমেদ,আলী হোসেনকে কার্য়করি সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটি আগামী ৯০ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here