ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় উদয়ন এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তূর্ণা নিশীথা এক্সপ্রেসের মাস্টার ও সহকারী মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার মন্দবাগ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী উদয়ন এক্সপ্রেসের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় আরও ২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা ১৭ জন পৌঁছেছে।এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।
দূর্ঘটনার খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এর আগে ঘটনাস্থলে আসেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।
এই ঘটনায় রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনায় প্রাথমিকভাবে তূর্ণা নিশীথা ট্রেনের দুই চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরই মধ্যে দুর্ঘটনার তদন্তের জন্য বিভিন্ন দপ্তর থেকে মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ০৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মন্ত্রী আরও জানান,দুর্ঘটনার নিহতদের পরিচয় শনাক্ত করে তাদের পরিবারের সদস্যদের রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে অর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে দেয়া হবে।
এর আগে জেলা প্রশাসন লাশ পরিবহন ও দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।