সাভারে হাত পা বাধা অজ্ঞাত ব‍্যাক্তির লাশ উদ্ধার।

0
42

মোঃসোহান আহমেদ সানাউল

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকার সাভারে পরিত্যক্ত একটি বাউন্ডারির ভিতর থেকে প্লাষ্টিকের রসি দিয়ে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে পৌরসভার আনন্দপুর সিটি ল্যান্ডের বালুর মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে ওই বাউন্ডারির ভিতরে এক বৃদ্ধ মহিলা ময়লা ফেলতে মরদেহটি দেখতে পান। প্লাস্টিকের দড়ি দিয়ে মরদেহের হাত-পা বাঁধা ও গলা গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।

পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতে দুর্বৃত্তরা ওই ব্যক্তির গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ও পুলিশ ব‍্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা।এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।