সাভারে মিলন নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত‍্যা করেছে দুর্বৃত্তরা।।

0
54

মোঃসোহান আহমেদ সানাউল

নিজস্ব প্রতিবেদকঃ

সাভারে পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিণ জামসিং এলাকার মিলন(২০) বিশ নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত‍্যা করেছে দুর্বৃত্তরা।নিহত মিলন জামসিং এলাকার মোঃ ফজলুল হকের ছেলে। তবে এ ঘটনায় একই এলাকার ইমন নামের এক যুবক পলাতক রয়েছেন। বৃহস্পতিবার( ৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।  বৃহস্পতিবার  দুপুরে সাভারের দক্ষিণ জামসিং এলাকার একটি ফাঁকা জায়গা থেকে মিলনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিলন শিক্ষার্থী হলেও পড়ালেখার পাশাপাশি করোনাকালিন সময়  তিনি বিভিন্ন ধরনের কাজ করতেন বলে জানা গেছে।এই ঘটনায় পলাতক ইমন একই এলাকার মহিরের ছেলে।

 

এই ঘটনায় নিহতের বাবা ফজলুল হক জানান, তার ছেলে একটি স্কুলের ছাত্র। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করতো গত দুইদিন ধরে মিলন  প্রতিবেশী মহিরদের লাউ খেতে বেড়া দেয়ার কাজ করছিল।সাথে মহির উদ্দিনের ছেলে ইমনও কাজ করছিল। গত কালকের মত আজকেও বেলা এগারটার দিকে হাতে দাঁ নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায় কিছুক্ষণ পরে এলাকার লোকজনের কাছে জানতে পারি কে বা কাহারা আমার ছেলে কে হত‍্যা করেছে।

এলাকাবাসী জানায়, মিলনের ক্ষতবিক্ষত মরদেহ দেখে দ্রুত পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ইমন (২১) নামের এক যুবক দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here