সাভারে ফ্রি মেডিকেল ক্যাম্প

0
164

শফিকুল ইসলাম সাভার 

সাভারের ইসলামিয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৪/১০/২০১৯ ইং রোজ সোমবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রী মেডিকেল ক্যাম্পের  আয়োজন উপলক্ষে ইসলামীয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম হাওলাদার বাংলার রূপ news24 কে বলেন,আমাদের হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করেছি।এই ক্যাম্পেইনে আমরা সকাল ৯টা থেকে  সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকগণ দ্বারা চিকিৎসাসেবা প্রদান করিব।তবে এদের মধ্যে দুই শিফটে চিকিৎসকগণ সেবা প্রদান করিবেন চিকিৎসকগন।সকাল ৯:০০ টা থেকে দুপুর ০১:০০ টাপর্যন্ত রোগী দেখবেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আহমেদুল হক তিতাস ও ডাক্তার সৌরভ কুমার সাহা।গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার লিপিকা ঘোষ ও ডাক্তার শাহানা পারভীন সুইটি এবং ডাক্তার অপুরানি পোদ্দার।এছারা শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আজহারুল ইসলাম রনি,ফ্রী রোগী দেখবেন।দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টাপর্যন্ত আরো রোগী দেখবেন জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কাজী সোহেল ইকবাল এবং ডাক্তার (মেজর )মোহাম্মদ আলম।আরো রোগী দেখবেন হাড়জোড়া ও ট্রমা সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার  দেওয়ান নুরুল ইসলাম ও সহকারি অধ্যাপক ডাক্তার আসাদুল্লা রিপন। এছাড়া মেডিসিন বিশেষজ্ঞ, ডাক্তার আশরাফুল আলম,ডাক্তার মাসুদুজ্জামান,ও প্রফেসর ডাক্তার শামসুর রহমান।বিকেলে গাইনি ও প্রসূতি রোগী দেখবেন ডাক্তার বিলকিস লায়লা ও সাদিয়া শারমিন।চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার পুলিনবিহারী দাস এ সময় রোগী দেখবেন।এছাড়াও আরো বিশেষজ্ঞগণ ডাক্তারা সময় রোগী দেখবেন।প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক জসিম হাওলাদার আরো জানান,সকল পরীক্ষা-নিরীক্ষার উপর ২৫% ছারের ব্যবস্থা রয়েছে,এবং গরীব ও দুস্থ রোগীদের জন্য যাচাই বাচাই সাপেক্ষে সম্পূর্ণ ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here