শফিকুল ইসলাম, সাভার।
সাভার বাসস্ট্যান্ডে অবস্থিত আর,এস, টাওয়ারে অভিযান চালিয়ে হাফেজ মাহফুজুর রহমান নামে এক জঙ্গি সংগঠনের নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ২।মঙ্গলবার (১৫ই অক্টোবর )বিকেল সাড়ে চারটার দিকে এই অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ সময় র্যাপিড একশন ব্যাটালিয়ন ২ এর এরিয়া কমান্ডার মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এখানে জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য রয়েছে। পরে আমরা অভিযান চালিয়ে আর.এস. টাওয়ার থেকে মাহফুজ নামে এই জেএমবি সদস্যকে আটক করি, এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও সিডি সহ একটি ল্যাপটপ,এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।তিনি আরো জানান পরবর্তী জিজ্ঞাসাবাদে আরো নতুন কোনো তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।