সাভারে চাঁদা আদায় করতে গিয়ে গণ পিটুনিতে একজন নিহত।।

0
49

 

মোঃ সোহান আহমেদ (সানাউল),

নিজস্ব প্রতিবেদক।।

 সাভারের অন্ধ সংস্থা কতৃক পরিচালিত  একটি মার্কেটে আগ্নেয়াস্ত্রসহ চাঁদাবাজির সময় গণপিটুনিতে মাফু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের অন্ধ মার্কেটে চাঁদাবাজির সময় তাকে গণপিটুনি দেয় দোকানদার ও স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত মাফু সাভার পৌরসভার শাহীবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় টিপু মুন্সী জানান, সন্ধ্যার কিছক্ষন পরে  অস্ত্রসহ মাফু ও তার দল চাঁদাবাজির জন্য সাভারের অন্ধ মার্কেটে আসে। এ সময় গণপিটুনিতে মাফু মারা যায়। অন্যরা পালিয়ে যায়।

 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক( এস আই)নুর খাঁন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here