সাভারে আশুলিয়ায় পৃর্ব শুক্রতার জের ধরে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।

0
9

 

মোঃ সিরাজুল ইসলাম সাভার ঢাকা থেকে!! সাভার উপজেলার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের গোপালবাড়ি এলাকায় পৃর্ব শুক্রতার জের ধরে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম করে ঘর থেকে ৭০,০০০ হাজার টাকাসহ ৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল লুট সহ বাড়ীঘর ভাংচুর করেছে প্রতিপক্ষ। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক জানাগেছে। ১৪ অক্টোবর শুক্রবার বিকেলে ৪ ঘটিকার সময় সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন, গোপালবাড়ি গ্রামের মৃত মোঃ শাহিন এর ছেলে মোঃ আতাউর রহমান (৪৫), স্ত্রী পারভীন বেগম (৪০)। এবং ছেলে রাকিব। হামলাকারী একই গ্রামের ঘরজামাই মোঃ তাহের মোল্লা (৫০), স্ত্রী বিলকিস বেগম, মুন্নী আক্তার (৩০), সোহাগ (১৯), উভয় পিতা তাহের মোল্লা। সাগর (৩০), স্বাধীন, (৩২), উভয় পিতা মৃত জালাল। আহাম্মদ আলী (৩৫), পিতা অজ্ঞাত। সাহাজউদ্দিন (৪৫),পিতা মৃত জহিরুল। খালেদা বেগম (৩৫), স্বামী মোঃ খোকা । মৃত মাহন এর স্ত্রী আদর জান (৫০)। অজ্ঞাত আরও ২/৩ জন স্ববনাসহ পরিবারের সবায় মিলে পূর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্যোসে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে এবং বাড়ীঘর ভাঙচুর করে নগদ ৭০ হাজার টাকা ও ৮ আনা ওজনের স্বর্ণের অলংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার ও ছেলে রাকিব সূত্রে জানাযায়, গতকাল আমার বোনের স্বামী সহ শাশুড়ী মেহমান আসে বাড়িতে সেই সুবাদে কাজ সেরে বাড়ীতে অবস্থান করেন। এসময় উল্লেক্ষিত ব্যাক্তিগন আমাদের বাড়ীতে ছ্যানদাঁ সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার বাবা মোঃ আতাউর রহমানকে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় কুপ দিলে সে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে, আমার মা তার চিৎকার শুনে দৌড়িয়ে গেলে মাকে ও তারা এলোপাতাড়ি পিটিয়ে হাত ভেঙে ফেলেছে। এরপর তারা আমাদের ঘরে ঢুকে সব কিছু লণ্ডভণ্ড করে কিস্তি ওঠানো ৭০০০০ হাজার টাকা ও ৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায়। পরে আমাদের চিৎকার শুনে আশে পাশের লোকজন এসে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতলে ভর্তি করেন।

এবিষয়ে আশুলিয়া থানার এআই মোঃ নুরুল ইসলাম বলেন এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।