সাভারে আওয়ামী লীগ নেত্রীর বাসায় ধর্ষণের ঘটনায়,আসামি গ্রেপ্তারের চেষ্টা।।

0
78

 

 

মোঃ শাহ আলম মন্ডল।

সাভার প্রতিনিধি।।

 

 

সাভার উপজেলা পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর  বাড়িতে তার বাবার বিরুদ্ধে ভাড়াটিয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে।এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে সাভার থানায় মামলা দায়ের হয়েছে।  বুধবার সকালে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

 

গত ১২ জানুয়ারি পৌর এলাকার ২নং ওয়ার্ডের কামাল গার্মেন্টস রোড এলাকায় সাভার পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহিমা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ১৩ জানুয়ারি ভুক্তভোগীর পরিবার এঘটনায় আওয়ামী লীগ নেত্রীর বাবা নয়ন মোল্লাকে (৭৫) আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার ২নং ওয়ার্ড কামাল গার্মেন্টস রোড নয়ন মোল্লার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন ভুক্তভোগী শিশুটির পোশাক শ্রমিক বাবা ও মা। গত ১২ জানুয়ারি প্রতিদিনের মত বাবা-মা কারখানায় কাজে গেলে শিশুটি প্রতিদিনের মতো বাসায় একাই ছিলো। পরে বিকেলে শিশুটি ছাদে কাপড় শুকাতে দিতে গেলে বাড়ির মালিক বৃদ্ধ নয়ন মোল্লা তাকে জোরপূর্বক  জড়িয়ে ধরে ও ধর্ষণচেষ্টা চালায়। এসময় শিশুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নয়ন মোল্লা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটির মা সাভার মডেল থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন যার নং (৩০)।
এই ঘটনায় সাভার পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক রাহিমা বেগম জানান, ভাড়াটিয়া ওই পরিবারের কাছে ছয় মাসের বাসা ভাড়া বকেয়া ছিল।যখনেই বকেয়া বাসা ভাড়া পরিশোধের জন্য চাপ দেয়।তখনি তার বাবার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করেছেন তারা। এছাড়া একটি মহল তাকে রাজনৈতিক ভাবে হেয় করতেই তার পরিবারকে জড়িয়ে এধরণের হীন চক্রান্ত করছে বলেও অভিযোগ তার।
এ ব‍্যপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলি আক্তার বলেন, চিকিৎসার জন্য শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয় ও চিকিৎসা শেষে শিশুটি মঙ্গলবার ঢাকার আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। এছাড়া পূর্বেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তেও শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগের সত্যতা মিলেছে। এমনকি অভিযুক্ত বৃদ্ধ নয়ন মোল্লার স্ত্রী নিজেই এ বিষয়ে পুলিশকে সত্যতা নিশ্চিত করেছেন বলেও জানান তিনি। শিশুটি এখন তার বাবা মায়ের হেফাজতে রয়েছে বলে যানা গেছে।
এ ঘটনায় সাভার মডেল থানার পরিদর্শক  (ওসি) এএফএম সায়েদ জানান, শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি নয়ন মোল্লাকে গ্রেপ্তার অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here