সাভারে আওয়ামীলীগের সমাবেশে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা।

0
17

নিজস্ব প্রতিবেদক :

সাভারে আওয়ামীলীগের সমাবেশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।সাভারের বিতর্কিত সেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ পাভেলের নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে ন‍্যাক্কারজনক এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত আরও ২০/৩০ জন অজ্ঞাত ব্যাক্তি এ হামলায় অংশ নেয়।

আহত সাংবাদিক দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সাভার প্রতিনিধি রেদোয়ান হাসান বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আয়োজিত ওই সমাবেশের সংবাদ কাভার করতে গিয়েছিলেন। এসময় তার হাতে থাকা ব্যাবহারিত ক্যামেরা,এন্ড্রোয়েড মোবাইল ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেল তিনটায় রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা জেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্টিং মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত পাভেল সেচ্ছাসেবক লীগ নেতা সাভার পৌরসভার সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এর আগেও তার নেতৃত্বে সাভার প্রেসক্লাব সহ একাধিক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটলেও কোন ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। গত ১৪ ই আগস্ট সাভার উপজেলা পরিষদ চত্বরে এক সাংবাদিকের উপর হামলায় জড়িত থাকার ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় পাভেল জামিনে রয়েছেন।

ভুক্তভোগী আহত রেদোয়ান হাসান বলেন, ‘ আমি বিকেল ৩ টার দিকে সাভার রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আওয়ামীলীগের সমাবেশে সংবাদ সংগ্রহের কাজ করছিলাম। হটাৎ আমি কিছু বুঝে উঠার আগেই সাভার পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাভেল এর নেতৃত্বে ১৫/২০ জন আমার উপর হামলা চালায়। ওই মুহূর্তে এলোপাথাড়ি কিল ঘুষি দিয়ে আমার হাতে থাকা ক্যামেরা,মোবাইলসহ সকল সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায় তারা।’

এ ব‍্যপারে জানতে অভিযুক্ত মোহাম্মদ পাভেলের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনা দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।