মোঃসোহান আহমেদ সানাউল।
নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ জানুযারি) রাত সাড়ে ৭টার দিকে তেঁতুলঝোড়া কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত ‘রাকেফ অ্যাপারেলস লিমিটেড’ নামক পোশাক করাখানার প্রায় ৪ হাজার শ্রমিক হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়েছেন।
শ্রমিকরা জানান, গত ডিসেম্বর মাসের বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ নানা তালবাহানা করে আসছে। বেশ কয়েকবার তারিখ দিয়েও শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। সর্বশেষ আজ ১৬ জানুযারি কারখানা ছুটির পর বিকালে বেতন দেওয়ার কথা থাকলেও তা দেয়নি কারখানার মালিকপক্ষ। পরে বেতনের দাবিতে কারখানার সামনে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
এ সময় আন্দোলনরত কারখানার আল আমিন নামে একজন শ্রমিক জানান, গত মাসের বেতন আমাদের দেওয়া হয়নি। কারখানার মালিক বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। আমরা বাসা ভাড়া, খাবার খরচ সহ নানা সমস্যায় পড়েছি। তাই আমাদের বকেয়া বেতন না দেওয়া পর্যন্ত আমরা কোনো শ্রমিক বাসায় যাব না।

এ ব্যাপারে কারখানার মালিক মোঃ সাজ্জাদ আলম বলেন, আমরা বিষয়টি দেখছি, বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধান করা হবে।
এ ঘটনায় শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার (এসপি) সানা সামিনুর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষ ও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলছে আমাদের কর্মকর্তারা। যেহতু শ্রমিকরাও বেতন পাবে, আবার সড়কও সচল রাখতে হবে। এজন্য শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।