সাভারের মুক্তির মোড় এলাকার ঝোপ থেকে নবজাতক উদ্ধার।।

0
44

 

 

মোঃ সোহান আহমেদ সানাউল।

নিজস্ব প্রতিবেদক, সাভার,ঢাকা।।

 

ঢাকার সাভারের একটি ঝোপ থেকে পথচারীরা  সদ্য ভূমিষ্ট জীবিত এক নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ।

 

বুধবার (৪ মার্চ) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাভারের মুক্তির মোড় এলাকার একটি ঝোপ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

 

 

এ ব‍্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, সাভারের মুক্তির মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় আঞ্চলিক সড়কের পাশের একটি ঝোপ থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পায় পথচারীরা। পরে কাছে গিয়ে পলিথিনে পেঁচানো একটি জীবিত নবজাককে দেখতে পায় তারা। এসময় নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে পরিস্কার পরিচ্ছন্ন করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 

তিনি আরো বলেন,এখন পর্যন্ত শিশুটি সুস্থ রয়েছেন। তাকে আমরা আমাদের নিজের সন্তানের মত করে  চিকিৎসা সেবা দিচ্ছি। নবজাতকের চিকিৎসার কোন ত্রুটি হবে না বলেও তিনি আমাদেরকে জানান ।

উদ্ধার হওয়া নবজাতকের ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ও সি ) এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও আমাদের নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here