মোঃ সোহান আহমেদ,সাভার।
ঢাকার সাভার উপজেলার নামাবাজার ব্রিজের উত্তর-পশ্চিম পাশে বংশী নদীর পশ্চিম তীরে শাখা নদীর জায়গা বালু দিয়ে ভরাট করছে সাভারের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় ।
আজ রবিবার (১ ডিসেম্বর) বংশী নদীর পশ্চিম পাড়ে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ডনগরে সরেজমিন গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বংশীর একটি শাখা কুল্লা ইউনিয়নের ভিতর দিয়ে ধামরাইয়ের দিকে প্রবাহিত হয়েছে। সাভার নামাবাজার ব্রিজের ডান দিকে তাকালেই চোখে পরে দখলদারদের অবৈধ কান্ড কারখানা। নদীর পাড়ে বিশাল জায়গা বালু দিয়ে ভরাট করা হয়েছে। এই প্রতিবেদক এখানে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাভারের বদিউজ্জামান বদি নামের এক প্রভাবশালী এই নদীর জায়গা দখল করে বালু দিয়ে ভরাট করছেন।
২০০০ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জনগণের আশ্রয়স্থল রক্ষা ও অগ্নিনির্বাপণে সহায়তা করতে কোনো অবস্থায় খাল-বিল, পুকুর-নালাসহ প্রাকৃতিক জলাশয় ভরাট করা যাবে না এবং এর গতিপথ পরিবর্তন করা যাবে না। এই আদেশের বাইরে গিয়েই বংশী নদীর জায়গা বালু দিয়ে ভরাট করা হচ্ছে কেবলমাত্র ব্যক্তি স্বার্থ অসাধু প্রভাবশালী লোকজন । আর নদী সংরক্ষণ আইনের নদীর সীমানা থেকে ৩০০ ফুট পর্যন্ত জায়গা নদীর এ বিষয়টি আইনে স্পষ্ট উল্লেখ থাকলেও প্রভাবশালীদের কাছে এ যেন নুন ভাত।
এ সময় বংশীর তীরের জায়গা দখলকারী বদিউজ্জামান বদির মুঠোফোনে কল করা হলে তা বন্ধ থাকায় এব্যাপারে তার বক্তব্য পাওয়া যায় নাই।
এছাড়াও ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদারের মুঠোফোন বন্ধ পাওয়ায় এব্যাপারে তার বক্তব্য পাওয়া যায় নাই।
তবে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক এর মুঠোফোনে কল করে বিষয়টি জানালে তিনি বলেন, বিষয়টা জানলাম এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।