সাভারের তেঁতুলজোড়ায় মসজিদে হামলা ও ভাংচুরের মামলায় যুবদল নেতা রাজু গ্রেফতার।

0
11

নিজস্ব প্রতিবেদকঃ

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কালি নগর জামে মসজিদে জুমার নামাজের পর সন্ত্রাসী রাজু বাহিনীর হামলা ও ভাংচুরের মামলায় কামরাঙ্গীরচর থেকে বৃহস্পতিবার রাতে তেতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজুবাহিনীর প্রধান রাজুকে গ্রেফতার করেছে পুলিশ ।

এবিষয়ে সাভার মডেল থানা উপপরিদর্শক সুজন সিকদার জানান, গত ২৩ জুলাই তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কালি নগর জামে মসজিদে হামলা ও ভাংচুরের মামলায় পলাতক প্রধান আসামী রাজুকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কামরাঙ্গীচর থানাধীন ঝাউলাহাটি তার শশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এঘটনায় অন্য আসামীদের ও গ্রেফতারের চেষ্ঠা চলছে।

উল্লেখ্য,এই ঘটনায় গত ২৬ জুলাই সাভার মডেল থানায় কাজী আবদুল মাজেদ নামে এক ব্যাক্তি একটি মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here