বাংলার রূপ,নিজস্ব প্রতিবেদক।।
সাভারের সামাজিক সংগঠন ছবিঘরের পক্ষ থেকে শুরু হয়েছে ব্যাতিক্রমি কার্যক্রম। কোভিড-১৯ এর প্রভাবে লক ডাউন পুরো দেশ যার প্রভাবে কর্মহীন হয়ে পরেছে অনেকে ,করছে মানবেতর দিন যাপন। তাই সাধারণ অসহায় মানুষের জন্য লক ডাউনের শুরু থেকেই কাজ করে আসছে সাভারের সামাজিক সংগঠন ছবিঘর ।
পবিত্র রমজান মাস(২৫শে এপ্রিল) থেকে শুরু হয়েছে ।এই রমজান মাস উপলক্ষেও তারা শুরু করেছে ব্যতিক্রমি কার্যক্রম। সাভারে তারা স্থাপন করেছে “এক টাকার দোকান” নামে একটি দোকান যেখানে যে কেউ এক টাকার বিনিময়ে -ছোলা,মুড়ি,বেসন,ময়দা, চিনিসহ আরো অনেক পন্য ক্রয় করতে পারবে।
এ নিয়ে ছবিঘরের এক স্বেচ্ছাসেবী মোঃ নবী বলেন ,তাদের এই কার্যক্রম পুরো রমজান মাস চলবে,কেউ চাইলে ফোন করে এই পন্য বাসায় হোম ডেলিভারি নিতে পারবে। আরেক স্বেচ্ছাসেবী সাকিব হাসান জানান অসহায় মানুষের জন্য তাদের এই ব্যতিক্রমি কার্যক্রম।
নাম মাত্র এই এক টাকা নেওয়ার কারণ হিসেবে স্বেচ্ছাসেবী রাতুল ঘোষ বলেন সাধারণ মানুষ যাতে মনে না করে এটা তাদের ত্রান বা দান করা হচ্ছে।
দোকানটির উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার প্রধান প্রশিক্ষক তমা খন্দকার,ছবিঘরের সভাপতি প্রিন্স ঘোষ ও ছবিঘরের সদস্য রাহাত বিন এনাম সহ আরো অনেকে।