শফিকুল ইসলাম সাভার।
সাভার-আশুলিয়ার বাইপেল বুড়িবাজার এলাকা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায় ২৫ শে অক্টোবর শুক্রবার সকালে রাফিউল ইসলাম আকাশের বাড়ির একটি ভাড়া রুম থেকে,তাদের উদ্ধার করা হয়। নিহতরা হলেন পারভেজ মিয়া (২৬) ও তার স্ত্রী সাদিয়া আক্তার (২৩)।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, বুড়ি বাজার এলাকার আকাশের বাড়িতে তারা ভাড়া থাকতেন ঐ দম্পতি।বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের রুমেই গলায় ফাঁস দিয়ে দুজন আত্মহত্যা।
এই ঘটনায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই আব্দুস সামাদ “বাংলার রূপ নিউজ টোয়েন্টিফোর” কে জানান, নিহত দম্পতিরা আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।ওই বাড়িতে নিহত পারভেজ মিয়া ও তার স্ত্রী সাদিয়া আক্তার এবং তার মা থাকতেন। নিহতের মায়ের বরাত দিয়ে উপ-পরিদর্শক আব্দুস সামাদ আরো জানান,শুক্রবার সকালে পারভেজ এর মা পারভেজ ও তার স্ত্রীকে ডাকাডাকি করেন,এ সময় কোন সাড়া শব্দ না পেয়ে এবং দরজা না খুললে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করি।এসময় রুমের ভিতর গলায় ফাঁস লাগানো অবস্থায় দুজনের লাশ দেখতে পাই।পরে আমরা ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন।
তিনি আরো বলেন এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।