সাভরে আরো ২ সাংবাদিকের করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত।।

0
16

মোঃসোহান আহমেদ সানাউল।

নিজস্ব প্রতিবেদক।।

সাভারে আরও দুইজন সাংবাদিক করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এই নিয়ে এ পযর্ন্ত  সাভার উপজেলায়  কর্মরত তিনজন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। সর্বশেষ আক্রান্ত দু’জনের একজন স্যাটেলাইট টিভি চ্যানেলে কর্মরত এবং অন্যজন পত্রিকায় কর্মরত। রবিবার (৩১ মে) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে বিষয়টি জানা যায়।

এদিকে, করোনা আক্রান্ত সাভারের প্রথম সাংবাদিকের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তিনি এখন সুস্থ আছেন এবং তার হোম আইসোলেশনে অবস্থানের ১৪ দিন এখনও পার হয়নি। বাকি দুই সাংবাদিকও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, করোনা পরিস্থিতি নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আমি মনে করি জনসংখ্যার আনুপাতিক হারে সাভারে করোনা পজিটিভের সংখ্যা ৪৪৪ এটা স্বাভাবিক আছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি প্রায় ২০০০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। আমাদের সামনে ডেঙ্গুর সংক্রমণ আসছে, এটা নিয়েও ভাবছি এবং তা প্রতিরোধে এখন থেকেই কাজ শুরু করেছি। করোনার সংক্রমণ দিন দিন বাড়বে, তাই সাধারণ মানুষের সর্বোচ্চ সচেতনতাই পারে এ সকল দুর্যোগ থেকে পরিত্রাণ দিতে।

তিনি আরও জানান, আমরা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষে বিজিএমইএ সভাপতি, মহাসচিব ও ‘ট্যাকনিক্যাল স্টান্ডিং কমিটি অফ হেলথ্’ এর চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি। উনারা বলেছেন খুব শীগ্রই সাভারে পিসিআর ল্যাব সহ নমুনা সংগ্রহ করার বুথ স্থাপন করা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৯ মে) পর্যন্ত সাভার উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৯৬৯ জনের, এর ভিতরে মোট আক্রান্তের সংখ্যা ৪৪৪ জন। এদের ভিতরে মোট ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং আক্রান্ত মোট ৬ জন মৃত্যুবরণ করেছেন। হোম আইসোলেশনে রয়েছেন ২৭৫ জন এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ১২ জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

প্রসঙ্গত আরও উল্লেখ্য, গত শুক্রবার (২৯ মে) মোট ৫১ জনের নমুনা পাঠানো হয়েছিল, তারমধ্যে ২০ জন নতুন করে পজিটিভ শনাক্ত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here