আব্দুস সালাম(জয়)
ঝিনাইদহ, কালীগঞ্জঃ
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের সুস্থতা কামনায় কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির উদ্যোগেএক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ অক্টোবর বিকালে সমিতির কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আবু বক্কার সিদ্দিকী তোতা। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল,পৌরসভার ৫ নং ওয়াডের কমিশনার মনিরুজ্জামান রিংকু,অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদ,সহ-সভাপতি আজিজুর রহমান তপন,সাধারন সম্পাদক সহিদুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক আবু হোসেন,সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন,প্রচার সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।

উল্লেখ্য,সাংসদ আনোয়ারুল আজিম আনার গত ৩ দিন ধরে জ্বর ও মাথা ব্যাথাজনিত অসুস্থতায় ভুগছেন। তবে নির্ভরযোগ্যসূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকাল থেকে তিনি বেশ সুস্থতা অনুভব করছেন। এদিকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তার সুস্থতায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।