নিজস্ব প্রতিনিধিঃ
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি জামালপুরের বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানা গেছে, সাংবাদিক হত্যার প্রধান আসামির জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বাবুকে ৬ মাসের জামিন দেন।
গত ২৭ আগস্ট জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।