নিজস্ব প্রতিবেদক:
নীলফামারী,কিশোরগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে। জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোনামণি আইডিয়াল স্কুলে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় স্কুলটি বন্ধ করে দেওয়া হয় এবং সরকারি আদেশ অমান্য করার অপরাধে ২০০০০/( বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে না মর্মে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অঙ্গীকার প্রদান করেন।