স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা নিয়ে সকল আলোচনা সমালোচনাকে উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের টাইগার দল।
শনিবার (৭ অক্টোবর )ভারতের ধর্মশালায় সকাল ১১ টায় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ।
টসে জিতে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগানদের। আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে ১৫৬ রান তুলতে খরচ করেন ৩৭.২ ওভার এবং সবকটি উইকেট হারায় । জবাবে ১৫.২ ওভার হাতে রেখে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান করে জয় তুলে নেয় টাইগাররা।