আমিরুল ইসলাম,
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলায় বিজয় টিভির উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডলের উপর ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মনিরুজ্জামান মিলনের হামলার প্রতিবাদে ও তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(২৯ জুন) বুধবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিত সাংবাদিক ইউসুফ আলী মন্ডল নিজে।
এসময় হামলাকারী মিলনের গ্রেফতার দাবী ও সেই সাথে তাকে বদলি না করে চাকুরিচুত্য করার দাবী করা হয়।
উল্লেখ্য, গত ১৯ জুন সকালে বন্যার খবরের তথ্যের জন্য উপজেলা কার্যালয়ে গেলে ইউএনও অফিসের অফিস সহকারী মিলন তার বিরুদ্ধে পূর্বে দুর্নীতির অভিযোগে প্রকাশিত খবরের জের ধরে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে তাকে নকলা উপজেলার অন্যান্য সাংবাদিকরা এসে উদ্ধার নিয়ে হাসপাতালে ভর্তি করেন।
সংবাদ সম্মেলনে শেরপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।