শেরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেলো ১ মৎস‍‍্য চাষী।

0
16

আমিরুল ইসলাম

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে নিজ মৎস্য খামারে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এনামুল (৫০) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। রোববার (১৫ মে) বেলা সাড়ে এগারোটার দিকে কামারদহ গ্রামে এ দুর্ঘনা ঘটে। এনামুল উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নর কামারদহ গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।

জানা গেছে, এনামুল দীর্ঘদিন যাবত বাড়ির পাশেই কামারদহ বিলে মৎস্য খামার করে মাছের করে আসছিলেন। রোববার সকালে মৎস্য খামারের বিদ্যুতের লাইন মেরামত করতে গেলে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়। পরে আশ পাশের লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে সাংবাদিকদের কাছে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।