শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে মজুদকৃত সয়াবিন তেল উদ্ধার।

0
3

আমিরুল ইসলাম,

শেরপুর জেলা প্রতিনিধি :

আজ (১২ মে) বৃহস্পতিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌরসভা বাজারের নিজস্ব গোডাউনে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখায় ব্যবসায়ী হাজী ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং মজুদকৃত তেল দ্রুত বাজারে বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা ভূমি কর্মকর্তা।

এসময় প্রশাসনের অন‍্যান‍্য ব‍্যাক্তিবর্গ, এবং ওই ব‍্যবসায়ী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এব‍্যাপারে শ্রীবরদী উপজেলা ভূমি কর্মকর্তা সাংবাদিকদের জানান, জরিমানার পর অবৈধভাবে মজুদ করা তেল দ্রুত বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।