এ জেড হীরা
শেরপুর( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার নিভৃত পল্লী খানপুরে জমি নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ভাঙচুর করা সহ তাদের মারপিটে স্বামী স্ত্রী বৃদ্ধা সহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শেরপুর থানায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায় পহেলা আগস্ট রোববার বিকেল বেলা ২টায় দিকে আর
উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর পূর্বপাড়া আমতলা নামক স্থানে ওই গ্রামের মৃত নাসির উদ্দিনের পুত্র দর্জি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৮) তার নিজ দোকানঘরে বৈদ্যুতিক মিটার সংযোগ মেরামত করার সময় একই গ্রামের মৃত সবের আলী মিয়ার পুত্র আনোয়ার হোসেন , মুসা মিয়ার পুত্র রাজু আহমেদ, মুজিবুর রহমানের দুই পুত্র মুসা এবং রফিকুল, নুরু মিয়ার পুত্র মজনু ,তফিজ উদ্দিনের পুত্র ফিজার আলী সহ ৮/১০ সন্ত্রাসীরা একত্রিত হয়ে হামলা করে ব্যবসা প্রতিষ্ঠানের ধৈর্যের ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয় এবং এলোপাথাড়ি ভাবে জাহাঙ্গীর(৪৮) এবং তার স্ত্রী নার্গিস খাতুন (৪০) কে বেদম করে দিগম্বর করে ফেলে ।
এ সময় জাহাঙ্গীরের বৃদ্ধ মাতা এজাতন বেওয়া ( ৮০) এগিয়ে আসলে তাকেও সন্ত্রাসীরা মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। বর্তমানে আহত স্বামী স্ত্রী এবং শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগের সূত্রে জানা যায়।
এ ঘটনায় শেরপুর থানার দুই পক্ষের একটি পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এ সংক্রান্ত অভিযোগ প্রাপ্তির কথা গণমাধ্যমকে জানিয়েছেন।