বাংলার রুপ নিউজ ডেস্কঃ
মিরপুর নিউজ এর সাংবাদিক, ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থার সহকারী পরিচালক, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর সহকারী পরিদর্শক মোঃ জিতু মিনার ফুফাতো ভাই এস,এম মাসুদ পারভেজ (শিল্পি) গতকাল (১৭-১০-২০২০) রাতে ইন্তেকাল করেছেন, (ইন্না…. রাজিউন)।
এস,এম মাসুদ পারভেজ (শিল্পি) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার প্রসন্নপুর গ্রামের ঐতিহ্যবাহী সরদার পরিবারের মরহুম ডা. শামসুদ্দিন সাহেবের এক মাত্র সন্তান ছিলেন।
মৃত্যুকালে দুই ছেলে সন্তানসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। তার ছেলে শুভ ব্যাবসায়ীক কাজে ফিলিপাইনে অবস্থান করছেন।
আল্লাহ তায়ালা যেনো তাকে বেহেশত নসিব করেন..আমিন…
আগামী শুক্রবার বাদ জুম্মা রাজধানীর মিরপুর সেকসন-৭ (মিল্ক ভিটার মোড়ে) মরহুম মাসুদ পারভেজ শিল্পির কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হবে।