শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগ পযর্ন্ত মেস ভাড়া ৬০% রাখার দাবীতে মানববন্ধন।।

0
31

মোঃমাহমুদ 

রংপুর, গংঘাচড়া প্রতিনিধিঃ

রংপুরে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত মেসের ভাড়া ৬০% বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে রংপুরের সাধারণ শিক্ষার্থীরা ।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১১ টায় কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সামনে সাধারণ শিক্ষার্থী কল্যাণ পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ।
মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাখাত এবং শিক্ষার্থীরা। রংপুরে বসবাসরত অধিকাংশ শিক্ষার্থীরাই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তারা অধিকাংশরাই টিউশন বা অন্য কোনো কাজ করে নিজের খরচ নিজেই বহন করেন।বর্তমানে কারোই টিউশন নেই বললেই চলে। ফলে খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তারা।

জানা যায় যে, এর আগে শিক্ষার্থীদের চেষ্টায় রংপুরের বিভাগীয় কমিশনার মেস মালিকদের নির্দেশ দেন মেসের ভাড়া ৬০% রাখার। কিন্তু মেস মালিকরা এই মাস থেকে আবার সম্পূর্ণ ভাড়া নেয়ার কথা জানালে, শিক্ষার্থীরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত মেসের ভাড়া ৬০% রাখার দাবি করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here