শারদীয় দূর্গাৎসবে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের সর্বোচ্চ নজরদারী।

0
21

মোঃসোহান আহমেদ সানাউল

বিশেষ প্রতিনিধিঃ

শারদীয় দূর্গাৎসব উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ র‍্যাপিড অ‍্যাকশন ব‍্যাটালিয়ন (র‍্যাব) দেশব্যাপী গোয়েন্দা নজরদারি,চেকপোস্ট, ও টহল কার্যক্রম বাড়িয়েছে। সোমবার (১৬ অক্টোবর ) থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ১০০ টি বিশেষ চেকপোস্ট বসিয়ে কার্যক্রম পরিচালনা করছেন।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মঙ্গলবার (১৭ অক্টোবর) র‍্যাব হেডকোয়ার্টার থেকে সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন,সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবারের ন‍্যায়ে এ বছরও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব। এ লক্ষ্যে সোমবার (১৬ অক্টোবর) থেকে র‍্যাব দেশব্যাপী চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে। পূজা উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‍্যাবের চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

খন্দকার আল মঈন বলেন, বিসর্জন অনুষ্ঠানের পরের দিন( ২৫ অক্টোবর )পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে দায়িত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন ও টহল জোরদারসহ পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে।

র‍্যবের এই কর্মকর্তা বলেন, দুর্গাপূজা উপলক্ষে কোনো সুযোগসন্ধানী, দুষ্কৃতকারী ও অশুভ চক্র যাতে সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো প্রকার হামলা, পূজামণ্ডপ ভাংচুর ও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সে জন্য চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে র‍্যাব।

আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২৪ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই উৎসব। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন সুসংহত করায় দুর্গাপূজা বর্তমানে শুধু হিন্দু সম্প্রদায়েরই উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here