শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সাভার বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন।

0
32

মোঃসোহান আহমেদ সানাউল

নিজস্ব প্রতিবেদকঃ

সাভারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো মুক্তিযুদ্ধ মঞ্চ।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার উপজেলা বঙ্গবন্ধু চত্বরের সামনে এই মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তর শাখা মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে।

পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের চক্রান্তে নিহত জাতির সূর্য সন্তানদের স্মরণে বুধবার সন্ধ্যায় এই মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মুরাদ শেখ, সাভার উপজেলা শাখার সভাপতি শাহরিয়া সাকিব খান জিহাদ, সাভার পৌর শাখার সভাপতি মুহাম্মদ রুম্মান রাশেদ, সাধারণ সম্পাদক আসাদুন নবী আরিয়ান, হামিদ সহ বিভিন্ন শাখার নেতা কর্মীরা।

এসময় অভূতপূর্ব মুহূর্তের সৃষ্টি করতে বিদ্যুৎ সুইচ বন্ধ করে অন্ধকারের মধ্যে প্রজ্জ্বলিত মোমবাতিগুলো যেন দ্বীপ শিখা হয়ে জ্বলছিল। সবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।