আবুল কায়সার,শরিয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের পদ্মায় ট্রলার ডুবির ঘটনা ৩ শিশু সহ ৫জন নিখোঁজ হয়েছেন।
এলাকাবাসী জানায়, বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ট্রলার শরীয়তপুরের মঙ্গল মাঝির ঘাটে উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো।পথে পদ্মা নদীর মঙ্গল মাঝির চ্যানেলে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি ট্রলারের সঙ্গে দ্বিমুখী সংঘর্ষ হয়। এতে মূহুর্তেই যাত্রী বোঝাই ট্রলারটি ডুবে যায়।
এসময় অনেক যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও ৩ শিশু ও স্বামী স্ত্রী সহ মোট ৫জন নিখোঁজ হয়। তবে নৌ-পুলিশের দাবি, ট্রলার ডুবির ঘটনায় ৩ শিশু নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় স্বজনদের অভিযোগ নিখোঁজদের কোনো উদ্ধার তৎপরতা নেই প্রশাসনের ।