সৈয়দ মেহেদী হাসান
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে এক হতদরিদ্র পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে এসেছে রাজবাড়ী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমে (৪৫) এর বিরুদ্ধে।
এলাকাবাসী সূত্রে জানা যায় ৯ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমের নেতৃত্বে ২০ জন মহিলা ও ৪ জন পুরুষ সহ ২৪ সদস্যের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঔ এলাকার বাসিন্দা মোঃ (হোসেন খা) এর বাড়িতে হামলা চালায়।পরে থাকার ঘর সহ ২ মোটরসাইকেল ভাংচুর করে। যার ক্ষতির পরিমাণ (৭০ হাজার টাকা) পরে ঘরে থাকা দুইটি এনজিও থেকে কিস্তির টাকা তুলে নিয়ে আসা নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
এ বিষয়ে ভুক্তভোগির স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪০) বাদী হইয়া ৫ জন ও অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামি করিয়া রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী সূত্রে আরো জানা যায় পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে রাজবাড়ী সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। পরে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
পরে ভাঙচুর শেষে বাস খুঁটি দিয়ে একটি ব্যারিকেড তৈরি করে দেয় হামলাকারীরা।