লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এ গৌরবান্বিত বিজয়।

0
70

মোঃরায়হান আলী 

আশুলিয়া ঢাকাঃ

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এ গৌরবান্বিত বিজয়। ভোরের দিগন্তের সাথে এলোমেলো বাতাসে অবিরাম দুলছে লাল-সবুজের নিশান। এ যেন বাঙালি জাতির সবচেয়ে বেশি খুশির দিন। ১৬ ডিসেম্বর বিজয়ের ৪৯ তম পূর্তি উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভোর ছয়টা (০৬) থেকেই শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জাতির বীর সন্তানরা। ১৯৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়েই অর্জিত হয় বাংলাদেশ নামের এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। মুক্তিযোদ্ধাদের তাজা প্রাণের বিনিময়ে আসে এই বিজয়। তাই বাংলার বীর সন্তানদের স্মরণ করতে ভিড় করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বাংলার বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা। সেই সাথে শ্রদ্ধা জ্ঞাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধিরা। সেই সময় আরও শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা। তাছাড়া বাংলাদেশ পুলিশ, ঢাকা জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্টীয় প্রতিনিধিদের শ্রদ্ধা জ্ঞাপনের পরপরই বাংলার বীর সন্তানদের শ্রদ্ধা আর সম্মান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। এছাড়াও বাংলার সূর্য সন্তানদের শ্রদ্ধা ও সম্মান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানায়। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন ভবিষ্যতে বাংলার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে তার জন্য যথোপযুক্ত নিরাপত্তা দেয় সরকার। তাছাড়া মুক্তিযোদ্ধাদের ফুলেল শ্রদ্ধা জানায় বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ শ্রমিক লীগ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণতান্ত্রিক বামপন্থী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ কেন্দ্রীয় যুবদল, বাংলাদেশ ছাত্র সংঘ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ তরীক ফ্রন্ট,বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ঝাসদ,  ঢাকা বিশ্ব বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ সহ নানা ধরনের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। তাছাড়া আরও বীর সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধারা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে সম্মান জানাতে ভিড় করেন লাখো সাধারন মানুষ। সেই সাথে দেখা যায় উপচে পড়া ভিড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here