মো:রাজিউর রহমান রাজু ,স্টাফ রিপোর্টার।।
লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
নিহতের স্বজনরা জানান, বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যায় সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন ৭০ বছরের এই বৃদ্ধ। পরে রাতেই হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনার পর আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৫টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।পুলিশ মাইকিং করে সকলকে সতর্ক করছেন বারবার।
এ বিষয়ে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফফার বলেন, বৃদ্ধের ছেলেরা ইতালিতে থাকেন। ওনার প্রতিবেশিরাও ইতালিতে থাকেন। এর মধ্যে দুই প্রতিবেশী ইতালি থেকে এসেছেন। পাশের মসজিদেই তিনি নামাজ পড়েন। দু’এক দিন ধরে তার শ্বাস কষ্ট-কাশি হচ্ছিল। আমাদের এখানে আসলে প্রাথমিকভাবে চিকৎসা দেয়ার পর তিনি মারা যান। আমরা ওই বাড়ির আশপাশে ১৫টি বাড়ি লকডাউন করেছি।