মোঃসোহান আহমেদ সানাউল
নিজস্ব প্রতিবেদকঃ
সাভারের তেতুলঝোরা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৪ জানায়, ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়ার মোড় এলাকায় ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল আলিম (৩৬) ও শাহ্ আলম (২৪) কে আটক করি । পরে সকালে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,র্যাব ৪ এর অভিযানে সাভার থেকে ২ মাদক ব্যাবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।