বাংলার রূপ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
গত ৫ সেপ্টেম্বর শনিবার বিকালের দিকে রৌমারী যাদুর চর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ঈষা মনির বান্ধবীকে নিয়ে বাবা এনামুল হক ডাব্লিউ (৫০) নামে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এনামুল হক ডাব্লিউ উপজেলার পুরাতন যাদুর চরের আঃ রশিদ মাস্টারের ছেলে।
জানা গেছে, ডাব্লিউ ও তার মেয়ের বান্ধবীর মধ্যেকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। যার প্রেক্ষিতে দু’মাস আগে গ্রাম্য শালিসি বৈঠকও হয়েছে। শালিসি বৈঠকে ডাব্লিউ তার ভুল শিকার করে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করে। এলাকাবাসী ডাব্লিউ কে প্রাথমিক ক্ষমা করে তাকে কঠোর হুশিয়ারী দেয় এবং সুধরাবার তাগিদ দেয়।
যাদুর চর এলাকাবাসী জানায়, সবার সম্মানের কথা বিবেচনা করে তাদেরকে হাজির করার জন্য ২দিনের সময় দেয়া হয়েছিল। আজ ১৫ দিন যাচ্ছে তবুও তারা ব্যর্থ।
তাই ডাব্লিউসহ ৪জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে ডাব্লিউ এর ফাঁদে পড়া ওই মেয়ের বাবা।

এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, বিষয়টি লজ্জাজনক আমরা অভিযোগ পেয়েছি অতি সত্তর ডাব্লিউ কে খুঁজে বেড় করা হবে ও আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।