এলাহি শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল্লাহর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দুর্নীতি,ঘুষ, স্বেচ্ছাচারিতা, হয়রানি ও জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ উঠায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। এ নিয়ে আগামী রোববার সকাল ১১টায় উপজেলার শৌলমারী ইউনিয়নের ভূমি অফিসে গণশুনানীর দিন ঠিক করেছে ভূমি প্রশাসন। এর আগে ওই তহশিলদারের নানা অপকর্ম তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ইউনিয়নের ভুক্তভোগি কয়েকজন জমির মালিক।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস। তিনি জানান, অভিযোগের আলোকে আগামী রোববার সকাল ১১টায় শৌলমারী ইউনিয়ন ভূমি অফিসে গণশুনানী করা হবে। ওই গণশুনানীতে ভুক্তভোগিরাসহ ইউএনও মহোদয়ও উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, উপজেলার শৌলমারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল্লাহর বিরুদ্ধে অনিয়ম, ঘুষ গ্রহণ, স্বেচ্ছাচারিতা, দালাল দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, জালিয়াতিসহ নানা অভিযোগ এনে দফায় দফায় বিক্ষোভ মিছিল, নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসী। পরে বুধবার দুপুরে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি এলাকাবাসী।