রৌমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

0
22
এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করে এক মিনিট নিরাবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোক্তার হোসেন সেলিম, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, বন্দবের ইউনিয়ন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আ. কাদের (যুদ্ধাহত), বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াদুদ মন্ডল জনস্বাস্থ্য প্রকৌশলী শেখবর আলী প্রমূখ।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে মাগরিব বাদ রৌমারী কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here