রৌমারীতে ‘মুক্তাঞ্চল সাংস্কৃতিক সংগঠন’এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

0
43

এলাহী শাহরিয়ার নাজিম

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

৭১’র মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চলে ‘বাঙালি সংস্কৃতির আবহে  আমরা উৎসর্গীত’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ‘মুক্তাঞ্চল সাংস্কৃতিক ও সমাজকল্যাণ’ সংঠনটির দিনব্যাপী ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১০টার দিকে রৌমারী সি জি জামান সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাংস্কৃতিক মঞ্চে ১৮ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে  শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী’র দিনব্যাপী নানা আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী থানার ওসি (তদন্ত) আবু সাঈদ, সংগঠনটির উপদেষ্টা বোরহান উল্লাহ্‌ রাকিব ও প্রবীণ সাংবাদিক কাইউম আজাদ বাবুলসহ রৌমারী উপজেলার শিক্ষাঙ্গন, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, কলামিস্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ।

এছাড়াও সন্ধ্যা ৭টা থেকে রৌমারী সি জি জামান সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনটির নির্বাহী পরিচালক আখতারুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here