রৌমারীতে বন্যার্তদের মাঝে বিপিকেটি এর ত্রাণ সহায়তা।

0
7

এলাহী শাহরিয়ার নাজিম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার রৌমারীতে বাংলাদেশ পুলিশ কল্যান ট্রাস্ট্র (বিপিকেটি) এর পক্ষ থেকে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ১’শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রৌমারী থানা পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী,পাখি উড়া, পুরাতন কোমরভাঙ্গী ও কাটিয়ামারী গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চিড়া, চিনি, বিস্কুট, গুড়া দুধ, লবন, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ঔষধ, মোমবাতি, দিয়াশলাই, খাবার প্লেট ও গøাস।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার রৌমারী সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এম এইচ মাহফুজার রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্, উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া, আনোয়ার হোসেন, হাসানুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রহমত আলী প্রমূখ।